Last Updated: April 15, 2014 15:34

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে নির্বাচনী প্রচার বাতিল করতে হল জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিত মুখোপাধ্যায়কে। আজ সকালে সন্দেশপুরে রোড শো করছিলেন কংগ্রেস প্রার্থী। সেসময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন এলাকার কোনও উন্নয়নই করেননি সাংসদ। রোড শো চলাকালীন প্রার্থীর ট্যাবলোর সামনে এসে পড়েন এক ভ্যান রিক্সা চালক। অভিজিতবাবুর নিরাপত্তারক্ষীরা তাঁকে মারধর করলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। শেষপর্যন্ত প্রচার কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন অভিজিত মুখোপাধ্যায়।
প্রচারের সময়ে আক্রান্ত হলেন এক সিপিআইএম নেতা। হুগলির খানাকুলের কৃষ্ণনগরের ঘটনা। আক্রান্ত নেতার নাম অশোক দলুই। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজ সকালে খানাকুল এলাকায় পতাকা লাগাচ্ছিলেন অশোক বাবু। অভিযোগ সে সময়ে কয়েকজন দুষ্কৃতী অশোকবাবুকে মারধর করে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
First Published: Tuesday, April 15, 2014, 15:34