রা-ওয়ান এর

রা-ওয়ান এর অভিনব প্রচার

রা-ওয়ান এর অভিনব প্রচারশাহরুখের সুপারহিরো ছবি রা-ওয়ান মুক্তি পাচ্ছে এই দিওয়ালিতেই।
আর তাই বাদশা এখন উঠেপড়ে লেগেছেন তাঁর ছবির প্রচারে। কমোডিটি হিসাবে তুলে ধরতে নানা বিধ উপায় বের করেছেন তিনি। অভিনব প্রচারের জন্য বিখ্যাত শাহরুখের চির প্রতিদ্বন্দী আমির। কিন্তু এবার শাহরুখ ও পিছিয়ে নেই। ট্যেটু ইত্যাদি উপায় প্রচার করছেন তিনি।বিভিন্ন ভোগ্যবস্তুর সঙ্গে মিলিয়ে দিচ্ছেন তাঁর এই প্রোডাক্টকে।যাতে ছেলেবুড়ো নির্বিশেষে রাওয়ান হয়ে ওঠে উপভোগ্য।
একেই বোধ হয় বলে প্রচারের বাদশাহি স্টাইল।

First Published: Wednesday, September 28, 2011, 09:46


comments powered by Disqus