Last Updated: July 7, 2014 11:37

তাপস পালকে কেন্দ্র করে অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হল সংসদ। সকাল থেকেই তাপস পালের গ্রেফতারের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন বাম মহিলা সংগঠনের কর্মী -সমর্থকরা। পরে নিরাপত্তারক্ষীরা গিয়ে হঠিয়ে দেয় তাঁদের।
তাপস পালের বিতর্কিত মন্তব্যের পাশাপাশি পেট্রোপণ্যের মৃল্যবৃদ্ধি নিয়েও ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভের জেরে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।
সংসদে আজ থেকেই শুরু হল বাজেট অধিবেশন। তার আগে সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর ডাকে সর্বদলীয় বৈঠক হয়। সংসদ ভবনে বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের অধিবেশন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে সব দলের কাছে আবেদন জানানো হয় সরকারের তরফে। সরকার সব রকম আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।
First Published: Monday, July 7, 2014, 11:37