Last Updated: January 28, 2014 18:30

টেট দুর্নীতি কাণ্ডে দিনভর দফায় দফায় বিক্ষোভ সল্টলেক প্রাথমিক শিক্ষা সংসদ দফতরের সামনে। বিক্ষোভ দেখাল এসএফআই, ডিওয়াইএফআই সহ ১২টি বাম ছাত্র যুব সংগঠন। অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা ।
তাঁদের অভিযোগ, শিক্ষামন্ত্রী তাঁর পদে থাকলে এই কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। পর্ষদ অফিসের সামনে আলাদা করে বিক্ষোভ দেখান ডিএসও সমর্থকেরা। পরে সল্টলেক করুণাময়ীতে পথঅবরোধ করেন আন্দোলনকারীরা।
টেট দুর্নীতি কাণ্ডে অভিযুক্তকে আড়ালের দায়ে কাঠগড়ায় খোদ শিক্ষামন্ত্রী। এনিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য বিতর্ক বাড়িয়েছে।
দুর্নীতি ঢাকতেই শিক্ষামন্ত্রীর এই সাফাই, এই অভিযোগে সরব বাম ছাত্র যুব সংগঠনগুলি। টেট দুর্নীতির তদন্তের দাবিতে মঙ্গলবার এসএফআই,ডিওয়াইএফআই সহ বারোটি বাম ছাত্র যুব সংগঠন প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের ভেতরে ঢুকতে বাধা দেয় পুলিস। পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে পরিস্থিতি।
টেট দুর্নীতি কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন।
তদন্ত হলে ঝুলি থেকে আসল সত্যি বেরিয়ে পড়বে। এমনটাই অভিযোগ বাম ছাত্র যুব সংগঠনের। টেট দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদে বিক্ষোভ দেখায় ডিএসও। বুধবার টেট দুর্নীতির প্রতিবাদে নবান্নে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।
First Published: Tuesday, January 28, 2014, 21:10