Last Updated: November 28, 2013 17:58
ঘোষণা ছিল, আজ সারদাকাণ্ডের প্রতিবাদ হিসেবে আইন অমান্য করবে কংগ্রেস। কিন্তু পুলিস বাসের ব্যবস্থা করতে না পারায় শেষমুহুর্তে পিছু হটেন প্রদেশ নেতারা। একথা কানে যেতেই দলেরই নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা। পুলিসের সঙ্গে সহযোগিতা করে চলবে দল? প্রশ্ন ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের।
সারদাকাণ্ড নিয়ে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। কিন্তু দেখা গেল হঠাত্ই সেই কর্মসূচি বাতিল। আইন অমান্য কর্মসূচি বাতিল করে শুধু সমাবেশ করা হবে এমন কথাই জানালেন প্রদেশ কংগ্রেস নেতারা। আন্দোলনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কংগ্রেস কর্মীদের কানে এই খবর যেতেই প্রশ্ন উঠল কেন এই সিদ্ধান্ত? উত্তর এল আইন অমান্য কর্মসূচি বাতিল কারণ পুলিস বাসের ব্যবস্থা করতে পারেনি। এরপর প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতাদের বিরুদ্ধে পার্টি কর্মীরা শুরু করলেন বিক্ষোভ। প্রদীপ ভট্টাচার্যদের বিরুদ্ধে স্লোগানও উঠল ।
কেন এত ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা? কারণ, আচমকাই বৃহস্পতিবারের আইন অমান্য কর্মসূচি বাতিল করে শুধু সমাবেশ করার সিদ্ধান্ত নেন প্রদেশ কংগ্রেস নেতারা। আর তাতেই এই বিক্ষোভ। প্রদীপ ভট্টাচার্যকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ-প্রতিবাদ। কিন্তু আইন অমান্য ডেকেও হঠাত্ কেন পিছিয়ে আসলেন নেতারা? উঠছে প্রশ্ন
First Published: Thursday, November 28, 2013, 17:59