Last Updated: September 14, 2013 17:01

পিটির ক্লাস চলাকালীন শিক্ষকের নির্দেশে এক ছাত্রীকে জোরে ধাক্কা দিল অন্য এক ছাত্রী। পড়ে গিয়ে অনন্যা কাঁঠাল নামে ওই ছাত্রীর হাতের দুটি হাড় ভেঙে যায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর বিদ্যাতীর্থ অ্যাকাডেমিতে।
অভিযুক্ত শিক্ষক তাপস মণ্ডলের নামে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর অভিভাবকরা। অভিযোগ জখম ওই ছাত্রীর হাতে বরফ লাগিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করেনি স্কুল কর্তৃপক্ষ।
First Published: Saturday, September 14, 2013, 17:01