শহরে ফের পুলকার দুর্ঘটনা, আহত ১১ স্কুল পড়ুয়া

শহরে ফের পুলকার দুর্ঘটনা, আহত ১১ স্কুল পড়ুয়া

শহরে ফের পুলকার দুর্ঘটনা, আহত ১১ স্কুল পড়ুয়াআজ সকালে রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পুলকার। ঘটনায় জখম হয়েছে ১১ জন স্কুল পড়ুয়া। এই ছাত্রীদের নিয়ে হাওড়ার মালি পাঁচঘড়া থেকে দরগা রোডে স্কুলের দিকে আসছিল গাড়িটি। সকাল সাড়ে আটটা নাগাদ ফোর্ট উইলিয়ামের তিন নম্বর গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। সাউথ বাউন্ড রোড থেকে ছিটকে গিয়ে নর্থ বাউন্ড রোডে গিয়ে পরে গাড়িটি।

ময়দান থানার মোবাইল ভ্যান গিয়ে গাড়িটিকে উদ্ধার করে। গাড়ির চালক ও দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি নয়জন ছাত্রীকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি। চালককে জিজ্ঞাসাবাদ করবে পুলিস।

First Published: Wednesday, April 10, 2013, 11:07


comments powered by Disqus