Last Updated: June 5, 2014 17:22

পুণেতে আইটি কর্মচারী খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিস।
সোমবার রাতে পুণের পুণের হাদাসপার অঞ্চলের ব্যাঙ্কার কলোনিতে ২৮ বছরের আইটি কর্মচারী শেখ মোহসিন সাদিককে পিটিয়ে খুন করার অপরাধে এই নিয়ে মোট ১৭জনকে গ্রেফতার করল পুলিস।
গ্রেফতার হওয়া প্রত্যেকেই হিন্দু রাষ্ট্র সেনা নামের একটি উগ্র হিন্দুত্ববাদী ডানপন্থী সংগঠনের সদস্য।
এর আগে ১৩জনকে হত্যা, হত্যার চেষ্টা ও দাঙ্গা ঘটনানোর অপরাধে গ্রেফতার করা হয়েছিল।
সোমবার রাতে বাড়ি ফেরার সময় সাদিককে হকি স্টিক দিয়ে পিটিয়ে খুন করা হয়।
পুকিস সূত্রের খবর, ফেসবুকে শিবাজী ও শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরের বিরুদ্ধে কুরুচিকর কিছু পোস্ট নিয়ে বিতর্কের জন্ম হয়। খেপে ওঠে পুণের হিন্দুত্ববাদীরা। এই ঘটনার সঙ্গে সাদিকের বিন্দুমাত্র কোনও যোগাযোগ না থাকা সত্ত্বেও উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার হলেন সাদিক।
ফেসবুক পোস্টের বিরোধিতা করে ডানপন্থীদের ডাকা বন্ধে পুণেতে বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক লিফলেট ছড়ানোর অভিযোগে হিন্দু রাষ্ট্র সেনা প্রধান ধনঞ্জয় দেসাইকে গ্রেফতার করেছে পুলিস। যদিও সাদিক হত্যায় তার দলের কোনও রকম যোগাযোগের কথা অস্বীকার করেছে দেশাই।
সাদিককে খুন করার কিছুক্ষণের মধ্যে অভিযুক্তরা নিজেদের মোবাইলে একটি মেসেজের আদান-প্রদান করে। মেসেজে লেখা ছিল `ফেলি উইকেট পড়ি`।
এই মেসেজ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটির অন্তত ২৫ জনের মধ্যে দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। এই মেসেজের ভিত্তিতেই পুলিস তদন্ত করে দেখছে সাদিকের উপর আক্রমণ পূর্ব পরিকল্পিত কিনা।
First Published: Thursday, June 5, 2014, 19:18