Last Updated: April 18, 2013 12:17

পুণের একটি আদালত আজ জার্মান বেকারি বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত ইন্ডিয়ান মুজাহিদিনের জঙ্গি হিমায়ত বেগকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল।
গত সোমবার ওই ঘটনায় মির্জা হিমায়েত বেগকে দোষী সাব্যস্ত করে পুণের আদালত। দুহাজার দশ সালের ফেব্রুয়ারিতে পুণের জার্মান বেকারিতে বিস্ফোরণে ১৭জনের মৃত্যু হয়। ওই বছরেরই সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় মির্জা হিমায়েত বেগকে।
বেগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, ইউএপিএ এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছিল। বেগ ছাড়াও ওই মামলার চার্জশিটে নাম রয়েছে, ছাব্বিশ এগারোয় অন্যতম অভিযুক্ত আবু জুন্দাল, ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা ইয়াসিন, ইকবাল ও রিয়াজ ভাটকল এবং ফায়াজ কাজগি ও মহসিন চৌধুরীর। এদের মধ্যে আবু জুন্দালকে ভারতে প্রত্যর্পণ করা হলেও, তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়নি। বাকিরা পলাতক।
First Published: Thursday, April 18, 2013, 17:14