পুরীতে আক্রান্ত এরাজ্যের পর্যটকরা

পুরীতে আক্রান্ত এরাজ্যের পর্যটকরা

Tag:  Puri Tourist Heackled
পুরীতে আক্রান্ত এরাজ্যের পর্যটকরাপুরীতে প্রহৃত হলেন এরাজ্যের ১৫ জন  পর্যটক। শ্রীমন্দির হোটেলের কেয়ারটেকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী পর্যটকদের মারধর করে বলে অভিযোগ। এঘটনায় পর্যটকদের একজনের কানে সেলাই পড়েছে, অন্য এক পর্যটকের চোখে আঘাত লেগেছে। পুরীতে শ্রীমন্দির নামে হোটেলে রয়েছেন ওই পর্যটকেরা। তাঁরা শ্রীরামপুরের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুর থেকেই হোটেলে জল নিয়ে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। দফায় দফায় জলকষ্টে পড়েন পর্যটকেরা। হোটেল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করলেও অনেক দেরিতে ব্যবস্থা নেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে সমুদ্র সৈকতে একদল দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাঁদের। হোটেলের কেয়ারটেকার ওই দুষ্কৃতীদলের নেতৃত্বে ছিল বলেই অভিযোগ পর্যটকদের।






First Published: Friday, March 9, 2012, 21:16


comments powered by Disqus