Last Updated: May 25, 2014 20:46
পথদুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল পুরুলিয়ার নেতুরিয়া। নেতুরিয়ার পারবেলিয়ায় একটি বালিবোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় ওই সাইকেল আরোহী আসানসোলের একটি নার্সিংহোমে ভর্তি।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই লরিতে আগুন ধরিয়ে দেয়। রাস্তা অবরোধ করা হয়। পরে পুলিস অবস্থা আয়ত্তে আনে।
First Published: Sunday, May 25, 2014, 20:46