Last Updated: May 25, 2013 13:21

অযোধ্যা পাহাড় পর্যটন প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ অর্থ রাজ্য সরকার অন্য খাতে খরচ করেছে। এমনই গুরুতর অভিযোগ তুললেন বাঘমুণ্ডির বিধায়ক ও কংগ্রেস নেতা নেপাল মাহাত। বিধায়কের অভিযোগ, অযোধ্যা পর্যটন প্রকল্পের জন্য কেন্দ্র চার কোটি ৯৪ হাজার টাকা বরাদ্দ করে। রাজ্য কেন্দ্রের পাঠানো সেই টাকা থেকে দু কোটি টাকা অযোধ্যা পর্যটন প্রকল্পের জন্য বরাদ্দ করে।
সেই টাকাও প্রকল্পের কাজে এখনও খরচ হয়নি বলে অভিযোগ জানিয়েছেন বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাত। যে সংস্থাকে দিয়ে প্রকল্প রিপোর্ট তৈরি হয়েছিল তা পছন্দ না হওয়ায় জেলা শাসক প্রকল্পের ছাড়পত্র দেননি বলে অভিযোগ। জেলাশাসক জানিয়েছেন গোটা বিষয়টি দেখছেন রাজ্যের পর্যটন সচিব। দ্রতই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
First Published: Saturday, May 25, 2013, 13:21