সাইক্লোন পাইলিন মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল

সাইক্লোন পাইলিন মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল

Tag:  Pylin Cyclone Astami
সাইক্লোন পাইলিন মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলসাইক্লোন পাইলিন মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ইতিমধ্যেই অন্ধ্র ও ওড়িশার সাতটি জেলা থেকে সাড়ে চার লক্ষের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ভাইস প্রেসিডেন্ট শ্রীধর রেড্ডি।

আজ বিকেলে ওড়িশার গোপালপুরের কাছে সাইক্লোন পাইলিন আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই অবস্থায় বিদেশ-বিভুঁইয়ে কর্মরত প্রবাসী ওড়িশার মানুষ ফিরতে চাইছেন স্বজনদের কাছে। আবার যাঁরা ভিন রাজ্যের বাসিন্দা, তাঁরা দ্রুত ছাড়ছেন ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। তাঁদের মধ্যে রয়েছেন পর্যটকরাও। শুক্রবার রাতে হাওড়া স্টেশনে দেখা গেল এই দুই ধরনের যাত্রীদের উত্কণ্ঠিত চেহারা। তার উপরে আরপিএফ, নিরাপত্তা বাহিনীর চোখরাঙানি, শাসানি আর দুর্ব্যবহারে নাজেহাল অবস্থা যাত্রীদের।

পাইলিনের আতঙ্কে দিশেহারা কলকাতা বা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত ওড়িশার মানুষ এখন দ্রুত ফিরতে চাইছেন তাঁদের স্বজনদের কাছে। পাশে দাঁড়াতে চাইছেন পরিবারের।

শুক্রবার রাতে হাওড়া স্টেশনে গিয়ে দেখা গেল তাঁদের অনেককে। যাওয়ার ট্রেন পুরী এক্সপ্রেস। রিজার্ভেশন নেই, তাই অধিকাংশ যাত্রীই ভিড় করেছেন জেনারেল কম্পার্টমেন্টে। একে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা, তার উপরে যাত্রাবিভ্রাট। এই দমবন্ধকর পরিস্থিতিতে আরপিএফ এবং নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহার তাঁদের পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে।
 
অন্যদিকে, যাঁরা ধৌলী এক্সপ্রেসে এলেন ওড়িশা থেকে তাঁদের অনেকেই আবার বেড়ানোর জন্য পরশুদিন পৌঁছেছিলেন ওড়িশারই বিভিন্ন জায়গায়। পাইলিনের আতঙ্কে সব বাতিল করে ঘরে ফিরেছেন তাঁরা।
 
সব মিলিয়ে সপ্তমীর রাতের হাওড়া স্টেশন আতঙ্কিত, দিশেহারা যাত্রীদের ভিড় সামলাতে নাজেহাল।






First Published: Saturday, October 12, 2013, 15:12


comments powered by Disqus