Last Updated: November 17, 2011 23:49

মেডিক্যালে বাংলায় প্রশ্নপত্র হওয়ার সম্ভাবনা কম। পরিস্কার জানিয়ে দিল মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া। এমসিআই-এর পরিচালন কমিটির অন্যতম সদস্য অশোক গুপ্তা জানিয়েছেন, সিবিএসই বোর্ড বাঙলায় প্রশ্ন তৈরির বিষয়ে তাদের অনীহা জানিয়েছে। তবুও স্বাস্থ্যমন্ত্রীর তরফে এবিষয়ে চেষ্টা করা হচ্ছে। মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হিন্দি ও ইংরাজিতে করার সিদ্ধান্ত নিয়েছিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। বুধবার, মন্ত্রিসভার বৈঠকের শেষে শিক্ষামন্ত্রী জানান মুখ্যমন্ত্রী এবছর বাংলায় প্রশ্নপত্র তৈরির জন্য বিশেষ অনুরোধ জানাবেন। কিন্তু, বৃহস্পতিবারে এক আলোচনা সভায় এমসিআই-এর পরিচালন কমিটির অন্যতম সদস্য অশোক গুপ্তা পরিস্কার জানিয়ে দিয়েছেন, দুহাজার বারো সালের মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পরিচালনার দায়িত্ব নিচ্ছে সিবিএসই বোর্ড। তাদের তরফে পরিস্কার জানানো হয়েছে, হিন্দি এবং ইংরাজি বাদ দিয়ে আর কোনও ভাষাতেতেই প্রশ্নপত্র তৈরি করবে না তারা। এবছর পরীক্ষা নেওয়ার জন্য রাজ্য সরকার তাদের ছাড় দেওয়ার কথা বলেছে। কিন্তু এমসিআই-এর তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এরকম ছাড় দেওয়ার ক্ষমতা তাদের নেই। ছাড় দিতে গেলে সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতি নিতে হবে। ফলে এক্ষেত্রে রাজ্যের ছাড় পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।
First Published: Thursday, November 17, 2011, 23:52