Last Updated: February 12, 2012 10:47

সংখ্যালঘু সংরক্ষণ ইস্যুতে কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের পাশেই দাঁড়াল কংগ্রেস। খুরশিদের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার বিষয়টিকে অনুচিত আখ্যা দিয়ে রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্বাচন কমিশন ঠিক করেনি।
কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদী বলেন, ''নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের এই সব মন্তব্যকে এড়িয়ে যাওয়াই উচিত।'' কেন্দ্রীয় আইনমন্ত্রীর প্রতিনিধি আবিদ হুসেনের দাবি, খুরশিদ যা বলেছেন তা, কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে রয়েছে। দলের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েই জনসভায় আলোচনা করেছেন তিনি।
বিতর্কের সূত্রপাত শনিবার। উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে খুরশিদের জানায়, ভোটে জিতলে অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের ২৭ শতাংশ সংরক্ষণের মধ্যে ৯ শতাংশ সংরক্ষণ সংখ্যালঘুর জন্য করে দেবে কেন্দ্র। এমনকী নির্বাচন কমিশন তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেও তিনি এই মন্তব্য থেকে একচুলও সরছেন না বলেও জানান আইনমন্ত্রী। খুরশিদের এহেন মন্তব্যকে অবাধ্য ও উদ্ধত আখ্যা দিয়ে এদিন রাষ্ট্রপতিকে চিঠি দেয় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে পাঠানো দুপৃষ্ঠার চিঠিতে কমিশন জানায়, মুসলিম সংরক্ষণ নিয়ে ক্রমাগত মন্তব্যে নির্বাচন বিধিভঙ্গ করছেন খুরশিদ। তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এদিন খুরশিদের এই বক্তব্য নিয়ে একটি বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকের পরই খুরশিদের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে কড়া ভাষায় চিঠি দেয় কমিশন। কমিশনের চিঠি পেয়েই খুরশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠির প্রতিলিপ পাঠিয়ে দেন রাষ্ট্রপতি।
অপরদিকে, খুরশিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে স্বভাবতই সরব হয়েছে বিরোধীরা। উত্তরপ্রদেশে ভোটে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রভাবিত করতেই খুরশিদ এই ধরনের মন্তব্য করছেন। কংগ্রেস ধর্মের নামে ভোট কিনতে চাইছে বলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে দলীয় সভাপতি মুখতার আব্বাস নাকভির নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল ।
সম্প্রতি বাটলা হাউস নিয়ে সলমন খুরশিদ বলেন, ``বাটলা হাউসের ঘটনার রিপোর্ট দেখে চোখে জল এসে গিয়েছিল সোনিয়া গান্ধীর।`` তাঁর এই মন্তব্য তুমুল বিতর্কের ঝড় তোলে। এবার সংখ্যালঘু সংরক্ষণ নিয়ে খুরশিদের মন্তব্য ও রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের কড়া ভাষায় চিঠিকে ঘিরে ফের অস্বস্তিতে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশ নির্বাচন চলাকালীন বিতর্ককে ধামাচাপা দিতে খুরশিদকে সমর্থনের রাস্তাই নিয়েছে কংগ্রেস।
First Published: Sunday, February 12, 2012, 15:32