শিবানী ভাটনগর হত্যা, বেকসুর খালাস আরকে শর্মা

শিবানী ভাটনগর হত্যা, বেকসুর খালাস আরকে শর্মা

শিবানী ভাটনগর হত্যা, বেকসুর খালাস আরকে শর্মাসাংবাদিক শিবানী ভাটনগর হত্যার দায় থেকে মুক্ত হলেন আইপিএস অফিসার রবিকান্ত শর্মা। তাঁর সঙ্গেই উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে এই মামলার আরও দুই সহঅভিযুক্ত, ভগবান শর্মা ও সত্যপ্রকাশকে
বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
১৯৯৯ সালের ২৩ জানুয়ারি পূর্ব দিল্লির নবকুঞ্জ আবাসনে খুন হন ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক শিবানী ভাটনগর। দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের পর বিবাহ বহির্ভূত সম্পর্ককেই শিবানী হত্যার কারণ হিসেবে চিহ্নিত করে।
অভিযোগের আঙুল ওঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আইপিএস অফিসার আর কে শর্মার দিকে । আর এর পরই গা ঢাকা দেন তিনি। প্রায় তিন বছর পর আত্মসমর্পণ করে হেভিওয়েট
বিজেপি নেতা প্রমোদ মহাজনের দিকে অভিযোগের আঙুল তোলেন শর্মা। ২০০৮ সালের মার্চ মাসে শর্মা সমেত চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে নিম্ন আদালত। সেই সঙ্গে প্রমাণের অভাবে দুই অভিযুক্ত বেদপ্রকাশ শর্মা ও কালুকে মুক্তি দেওয়া হয়।
এদিন দিল্লি হাইকোর্ট আরকে শর্মা সমেত তিন অভিযুক্তকে বেকসুর খালাশ করলেও এই হত্যা মামলার মূল অভিযুক্ত প্রদীপ শর্মার শাস্তি বহাল রেখেছে।

First Published: Wednesday, October 12, 2011, 15:44


comments powered by Disqus