Last Updated: October 20, 2011 13:34

কখনও জি ওয়ান-এর আদলে পুতুল, কখনও রা ওয়ান আর জি ওয়ান এর লড়াই এর ভিডিও গেম। ছবির প্রচারের এমন বাদশাহী স্টাইল শুধুমাত্র বাদশার পক্ষেই সম্ভব। আর রা ওয়ান ছবিটি বাদশা খানের এক্কেবারে মনপসন্দ। এই ছবির মধ্যে দিয়েই নতুন প্রজন্মকে হিন্দি ছবির প্রতি আকৃষ্ট করতে প্রয়াসী শাহরূখ।
First Published: Thursday, October 20, 2011, 13:55