Last Updated: October 26, 2011 10:38

রিলিজ হওয়ার আগেই দেশের সর্ববৃহত্ বাজেটের ছবি ঘিরে উন্মাদনা ছিলই। সেই উন্মাদনার পারদ কতটা চড়বে, তার জবাব খুঁজতে বুধবার মুক্তি পেল "রা-ওয়ান"। রেড
চিলি এন্টারটেনমেন্টস প্রযোজিত ১৭৫ কোটি টাকা বাজেটের এই ছবিতে শাহরুখকে প্রথমবার দেখা যাবে সুপারহিরোর ভূমিকায়। শাহরুখের সঙ্গে ছবিতে রয়েছেন রা-ওয়ান অর্জুন রামপাল এবং ছম্মক ছল্লো করিনা। কিং খান এ ছবিতে জি-ওয়ান। ভালর সঙ্গে মন্দের লড়াই এবার আধা কল্পবিজ্ঞান আর আধা রোমান্টিকতার মোড়কে। মেগা বাজেট এই ছবি দেশে এবং দেশের বাইরে কতটা ব্যবসা করবে, প্রশ্ন সেটাই। তবে জনপ্রিয়তা নিয়ে কিং খানের অন্ততঃ কোনও সংশয় নেই।
First Published: Thursday, October 27, 2011, 10:30