রবীন্দ্রভারতী শ্লীলতাহানিকাণ্ডে গ্রেফতার ৩, অধরা মূল অভিযুক্ত

রবীন্দ্রভারতী শ্লীলতাহানিকাণ্ডে গ্রেফতার ৩, অধরা মূল অভিযুক্ত

রবীন্দ্রভারতী শ্লীলতাহানিকাণ্ডে গ্রেফতার ৩, অধরা মূল অভিযুক্তরবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিস। শ্রীজীব শীল নামে এক অভিযুক্তকে গ্রেফতারের পরই অবশ্য শারীরিক অসুস্থতার জন্য আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। ধৃত অন্য দুই অভিযুক্ত শঙ্খ তালুকদার, কানু মণ্ডল। যদিও মূল অভিযুক্ত এখনও অধরা।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক ওই ছাত্রীকে বাসস্ট্যান্ড থেকে টানতে টানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিশ্বজিত্ দে, শ্রীজীব শীল, সিমিয়ন সোরেন, শঙ্খ তালুকদার, তন্ময় আদিত্যের বিরুদ্ধে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পুলিসি তদন্তে ভরসা না পেয়ে রাজ্যে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন নির্যাতিতা ছাত্রী।






First Published: Sunday, August 4, 2013, 18:02


comments powered by Disqus