Last Updated: May 9, 2013 21:40

পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদন সংলগ্ন রাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিনের সন্ধ্যাকে সমৃদ্ধ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, যোগেন চৌধুরী সহ বিশিষ্ট শিল্পী এবং গুণীজনেরা। বিকেল চারটেয় শুরু হয় অনুষ্ঠান। রবীন্দ্রগান এবং কবিতায় শ্রদ্ধা জানানো হয় কবিকে। অনুষ্ঠান চলে সন্ধে সাতটা পর্যন্ত।
First Published: Thursday, May 9, 2013, 22:13