Last Updated: August 22, 2013 17:04

র্যাগিংয়ে বাধা দেওয়ায় সহপাঠীর পেটে ছুরি ঢুকিয়ে দিল কলেজেরই এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজির। কলেজের নতুন ছাত্রদের র্যাগিংয়ে করা হবে কিনা তাই নিয়ে বিবাদ শুরু হয়।
গতকাল রাতে হস্টেলে দ্বিতীয় বর্ষের ছাত্রদের দুই গোষ্ঠীর বচসা শেষপর্যন্ত রক্তারক্তিতে গড়ায়। দ্বিতীয় বর্ষের বায়োটেকনোলজির ছাত্র তাপস সরকরের পেটে ছুরি ঢুকিয়ে দেয় ইলেকট্রিকাল বিভাগের এক ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাপস সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ছাত্র কৌশল শর্মাকে পুলিস গ্রেফতার করেছে। গোটা বিষয়টি পৃথক ভাবে তদন্ত করবে দুর্গাপুর ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি।
First Published: Thursday, August 22, 2013, 17:04