র‌্যাগিংয়ের সঙ্গে খুনের হুমকি; আতঙ্কে সিদ্ধান্ত

র‌্যাগিংয়ের সঙ্গে খুনের হুমকি; আতঙ্কে সিদ্ধান্ত

র‌্যাগিংয়ের সঙ্গে খুনের হুমকি; আতঙ্কে সিদ্ধান্তফের র‌্যাগিংয়ের অভিযোগে উত্তেজনা ছড়াল। এবার কাঠগড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে ২০১১ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন সিদ্ধান্ত মুন্দ্রা। অভিযোগ, শুরু থেকেই সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মানসিক এবং শারিরীকভাবে নির্যাতনের শিকার হতে হয়। এরপর হস্টেল ছাড়ার জন্য জিনিসপত্র নিতে হস্টেলে গেলে ফের তাকে সিনিয়ররা সিদ্ধান্তকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। 

পয়লা অক্টোবর কান্দি থানায় অভিযোগ দায়ের করে সিদ্ধান্ত মুন্দ্রার পরিবার। একবছর পর ফের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুরোধ করে কর্তৃপক্ষ। ভর্তিও হয় সিদ্ধান্ত। কিন্তু হস্টেলের পরিবর্তে মেসে থাকতে শুরু করে সে। কিন্তু কয়েকদিন আগে মেসে সিদ্ধান্ত মুন্দ্রার নামে দুটি হুমকি চিঠি আসে। বিশ্ববিদ্যালয় না ছাড়লে তাকে খুন করা হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে সিদ্ধান্তের পরিবার। কিন্তিু তাঁদের অভিযোগ থানা নেয়নি বলে অভিযোগ। ঘটনার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সিদ্ধান্ত মুন্দ্রা।





First Published: Thursday, October 11, 2012, 12:47


comments powered by Disqus