Last Updated: February 23, 2014 19:04
বচসার জেরে দ্বিতীয়বর্ষের ছাত্রকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ তৃতীয়বর্ষের ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নরসিংহপুর নিবেদিতা ইঞ্জিনিয়ারিং কলেজে। অভিযোগ, গতকাল ভলিবল খেলাকে কেন্দ্র করে দ্বিতীয় এবং তৃতীয়বর্ষের ছাত্রদের মধ্যে বচসা বাধে। তারপরই দ্বিতীয়বর্ষের ছাত্রটিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
ভলিবল খেলা নিয়ে বচসা। সেখান থেকেই গণ্ডগোলের শুরু। কেন জিতে গিয়েছে দ্বিতীয় বর্ষের ছাত্ররা। অভিযোগ এই নিয়ে রীতিমতো ঝামেলা শুরু করে দেয় তৃতীয় বর্ষের ছাত্ররা। বচসা গড়ায় হাতাহাতিতে। আর তারপরই দ্বিতীয়বর্ষের এই ছাত্রকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
এবারই প্রথম নয়। এর আগে বিভিন্ন ছুতোয় তৃতীয়বর্ষের ছাত্ররা তাদের উত্ত্যক্ত করতো বলে অভিযোগ করেছে দ্বিতীয়বর্ষের ছাত্ররা। আহত ছাত্র বহরমপুরের একটি নার্সিংহোমে ভর্তি। ছাত্রটির বাবা-মা ইতিমধ্যেই এসে পৌছেছেন। দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রদের নিয়ে বৈঠকে বসবে কলেজ কর্তৃপক্ষ।
First Published: Sunday, February 23, 2014, 19:04