Last Updated: September 14, 2013 15:49

গতকালের পর আজ ফের র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুল। অভিভাবকদের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে অবস্থা আয়ত্তে আনতে র্যাফ নামে।
গতকালই অভিভাবকরা একজোট হয়ে অভিযোগ করেন, স্কুলের নিচু ক্লাসে ছাত্রছাত্রীদের ওপর র্যাগিং করা হচ্ছে। তাঁদের অভিযোগ, প্রায়ই উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের বাথরুমে আটকে রাখে. কখনও কখনও গায়ে কাঁটা কম্পাসও ফুঁটিয়ে দেয় ।
এ নিয়ে তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে বিক্ষোভ চরমে ওঠে। গতকালের এই ঘটনার পর আজ ফের নতুন করে র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক নন্দিনী সরস্বতী, সহকারী স্কুল পরিদর্শক।
আধিকারিকরা, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করেন। এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। স্কুলে র্যাগিং রুখতে একটি কমিটি গড়ার সিদ্ধান্তও হয়েছে।
First Published: Saturday, September 14, 2013, 15:49