তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র‌্যাগিং

তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র‌্যাগিং

তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র‌্যাগিংপ্রথম বর্ষের এক ছাত্রকে র‌্যাগিং -এর অভিযোগ উঠল তারাতলার মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে। র‌্যাগিং-এর জেরে গুরুতর অসুস্থ ওই ছাত্রকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্ররা, প্রথম বর্ষের ওই ছাত্রকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে। 

তারাতলা থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের বাবা। নির্দিষ্টভাবে দু`জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। এরপর তিনি কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও দেখা করেন। কর্তৃপক্ষের কাছেও র‌্যাগিং-এর অভিযোগ করেছেন তিনি।
 






First Published: Thursday, April 19, 2012, 18:02


comments powered by Disqus