Last Updated: September 15, 2013 22:07

পুরুলিয়ার রঘুনাথপুরে জমি আন্দোলন কেবলমাত্র স্থানীয়দের দাবিদাওয়ার আন্দোলনই নয়, এর পেছনে রয়েছে কোনও বাইরের সংগঠন। সিআইএসএফের গোয়েন্দা সূত্রে এমনই তথ্য উঠে এসেছে। বহিরাগত সংগঠন বলতে সিআইএসএফের গোয়েন্দা রিপোর্টে মাওবাদীদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। এই বিষয়ে সতর্ক করা হয়েছে ডিভিসি কর্তৃপক্ষকে। বাড়াতে বলা হয়েছে রঘুনাথপুরের ডিভিসির তাপবিদ্যুত্ কেন্দ্রের নিরাপত্তা।
এদিকে জমিদাতাদের আন্দোলনের জেরে এবার বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থাও অচল হওয়ার মুখে। ডিভিসির অন্য প্রকল্প থেকে উত্পাদিত বিদ্যুত্ সরবরাহ করা হয় গ্রিডের মাধ্যমে। এই গ্রিড বসানো রয়েছে রঘুনাথপুরের নির্মীয়মান তাপবিদ্যুত্ প্রকল্প এলাকার ভেতরে। আজ আন্দোলনের জেরে কোনও কর্মীকেই সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এরফলে জামশেদপুর, রাঁচি, মাইথন সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুত্ বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ডিভিসি কর্তারা।
First Published: Sunday, September 15, 2013, 22:07