Last Updated: September 4, 2013 21:46

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর নিযুক্ত হলেন রঘুরাম রাজন। দায়িত্ব নিয়ে নিজের প্রথম বক্তৃতাতেই ঘোষনা করলেন নতুন প্ল্যান। ভারতীয় অর্থনীতির ডুবন্ত সময়ে রাজন নিয়ে এলেন `টাকার মূল্য রক্ষা` প্ল্যান।
এ দিন বেশ কিছু বিষয়ের ওপর জোর দেন রাজন। তার মধ্যে ছিল, টাকার স্থায়িত্ব এবং কম ও স্থায়ী মূদ্রাস্ফীতি। সেই সঙ্গেই দ্রূত দেশের দারিদ্র সমস্যা মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নিজের সুস্পষ্ট বক্তব্য জানিয়ে রাজন বলেন, আমার বেশ কিছু প্ল্যান জনপ্রিয় নাও হতে পারে...আমি ফেসবুকে লাইকের ওপর নির্ভর করি না। সারা দেশে সংযোগ ব্যবস্থার ওপর নজর না দেওয়ার অভিযোগ ছিল বিদায়ী গর্ভনর ডি সুব্বারাও বিরুদ্ধে। দায়িত্ব গ্রহণ করে সেই আশ্বাসও দিয়েছেন রাজন। বলেন, "ভারতের মানুষের সেন্ট্রাল ব্যাঙ্ক সম্পর্কে ধারনা থাকা জরুরি। সেই বিষয়ের ওপর জোর দিতে চান আমি।"
First Published: Wednesday, September 4, 2013, 21:46