Last Updated: December 16, 2012 22:03

ভারত-পাক শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর সফরের উদ্দেশ্য বলে মন্তব্য করলেন রহমান মালিক। ভারত সফরের শেষ দিনে আজ দিল্লির এক আলোচনাসভায় একথা বলেন পাক অভ্যন্তরীন মন্ত্রী। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নিজামুদ্দিন দরগায় যান তিনি।
গতকালই সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ সুকৌশলে এড়িয়ে যান পাক অভ্যন্তরীণ মন্ত্রী।। হাফিজ সঈদ প্রসঙ্গেও দায় এড়ান তিনি। মন্তব্য করেন, হাফিজকে গ্রেফতার করতে আরও তথ্যপ্রমাণ প্রয়োজন। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে যান তিনি। পাকমন্ত্রীর এই মনোভাবে নয়াদিল্লি যে সন্তুষ্ট নয়, তা গতকালই বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেন, তাঁর পাক সফরের বিষয়টি নির্ভর করছে ২৬/১১ সন্ত্রাসে দোষীদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নেয় তার উপর।
First Published: Sunday, December 16, 2012, 22:03