Last Updated: June 29, 2014 17:04

ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হলেন রাহুল দ্রাবিড়। ইংল্যান্ডে চলতি সিরিজে ভারতীয় কোচ ডানকান ফ্লেচারকে সাহায্য করবেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। এবছর আইপিএলে রাজস্থান রয়্যালস দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন তিনি। তার এই পারফরম্যান্সে খুশি হয়েই তাকে ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হলেন রাহুল দ্রাবিড়। ইংল্যান্ডে চলতি সিরিজে ভারতীয় কোচ ডানকান ফ্লেচারকে সাহায্য করবেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। এবছর আইপিএলে রাজস্থান রয়্যালস দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। অত্যন্ত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন তিনি। তার এই পারফরম্যান্সে খুশি হয়েই তাকে ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এক বোর্ড কর্তার মতে দ্রাবিড় ব্যাটিং টেকনিকের ক্ষেত্রে এককথায় অনবদ্য। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও তার জুড়ি নেই। দুহাজার এগারো সালে ভারত ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল। সেই সিরিজে ব্যাটসম্যান হিসেবে সাফল্য পেয়েছিলেন একমাত্র দ্রাবিড়। দ্রাবিড় ১৬৪ টেস্ট খেলে ১৩ হাজার ২৮৮ রান করেছিলেন। দ্রাবিড়ের এই অভিজ্ঞতাকে এবার ইংল্যান্ড সিরিজে কাজে লাগাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
First Published: Sunday, June 29, 2014, 17:04