Last Updated: April 9, 2013 16:01

জয়পুরে নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ জয়ের মাঝেই খারাপ খবর রাহুল দ্রাবিড়ের কাছে। দলের স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়তে হল রাজস্থান রয়্যালসের অধিনায়ক দ্রাবিড়কে। টিআরপি নির্ভর আইপিএলে বড় বেশি নজর দেওয়া হয় ওভার রেটকে। ওভাররেটের বিষয়ে পান থেকে চুন খুসলেই শাস্তি। সোমবার নাইটদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের চেয়ে দু ওভার ধীরে ছিল দ্রাবিড়ের দলের বোলিং রেট। আর তাই কুড়ি হাজার আমেরিকান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দশ লক্ষ টাকা) জরিমানা হল দ্রাবিড়ের।
First Published: Tuesday, April 9, 2013, 16:01