Last Updated: July 16, 2013 12:55

তাঁর ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেট পেয়েছে ২৪ হাজারেরও বেশি রান। দেশ পেয়েছে সুপার হিরোকে, সত্যিকারের ম্যাচ উইনারকে। ক্রিকেট পেয়েছে ব্যাটিংয়ের আসল ব্যাকারণ। ক্রীড়া বিশ্ব পেয়েছে পরিশ্রম, আর সাধনার আসল প্রতিমূর্তিকে।
সেই রাহুল দ্রাবিড়কেই এ বার আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারির সাক্ষী হিসাবে ব্যবহার করবে দিল্লি পুলিস। গত ১০ জুলাই বেঙ্গালুরুতে গিয়ে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা দ্রাবিড়ের বিবৃতি রেকর্ড করা হয়।
দ্রাবিড়ের পাশাপাশি রাজস্থান রয়্যালসের কোচ প্যাডি আপটনকেও সাক্ষী বানানো হচ্ছে। ভারতে ফিরলেই আপটনকে সাক্ষী বানানো হবে।
এদিকে দ্রাবিড় বলছেন, আইপিএল-এর স্পট ফিক্সিং কাণ্ড তাঁকে ব্যাথিত করছে। এই বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করেছেন দ্রাবিড়।
অন্যদিকে স্পট ফিক্সিং কাণ্ডে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিলদের বিরুদ্ধে চার্জশিট আনছে দিল্লি পুলিস।
First Published: Tuesday, July 16, 2013, 12:55