Last Updated: October 15, 2011 16:08

ভুটানের রাজার বিয়ে উপলক্ষে উত্সবে যোগ দিলেন রাহুল গান্ধী। ভুটানের রাজা জিগমে খেসর ওয়াংচুকের ব্যক্তিগত অতিথি হিসেবেই উত্সবে যোগ দিয়েছেন তিনি। ভুটানের রাজার বিশেষ বন্ধু কংগ্রেস সাধারণ সম্পাদক। আজ ভোরে থিম্পুর উত্তরে তাশিছোয়েদজঙ মঠে রাজা বিযে উপলক্ষে উত্সবে বিশেষ অতিথি ছিলেন রাহুল গান্ধী। অনুষ্ঠানে নবদম্পতিকে আনুষ্ঠানিক অভিবাদ জানায় ভুটানের সেনাবাহিনী। ভুটান রাজপরিবারের সঙ্গে গান্ধী পরিবারের বরাবরের সুসম্পর্ক। দুহাজার আট সালে জিগমে খেসর ওয়াংচুকের রাজ্যাভিষেকের সময়ও সোনিযা গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
First Published: Saturday, October 15, 2011, 16:08