শালীনতার সব সীমা ছাড়িয়ে রামদেবের মন্তব্য `হনিমুন আর পিকনিক-এর জন্য দলিতদের বাড়ি যান রাহুল গান্ধী`

শালীনতার সব সীমা ছাড়িয়ে রামদেবের মন্তব্য `হনিমুন আর পিকনিক-এর জন্য দলিতদের বাড়ি যান রাহুল গান্ধী`

শালীনতার সব সীমা ছাড়িয়ে রামদেবের মন্তব্য `হনিমুন আর পিকনিক-এর জন্য দলিতদের বাড়ি যান রাহুল গান্ধী` রাহুল গান্ধীর নামে অশালীন মন্তব্য করে ফের সংবাদের শিরোনামে যোগ গুরু বাবা রামদেব। সোনিয়া পুত্র নাকি `হনিমুন` আর `পিকনিক` করার জন্যই দলিতদের বাড়িতে যান। লখনউতে কংগ্রেসের সহসভাপতির নামে এই আপত্তিজনক মন্তব্য করলেন রামদেব। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সরাসরিই গলা ফাটাচ্ছেন এই যোগগুরু।

রামদেবের মতে তিনি ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী স্বইচ্ছাতেই `ফকির`। তাঁদের অবস্থা মোটেও রাহুল গান্ধীর মত নয়। যিনি বিয়ে করার জন্য কোনও মেয়েই খুঁজে উঠতে পারেননি।

শালীনতার সব সীমা অতিক্রম করে রামদেবের মন্তব্য `রাহুল কোনও দেশি মেয়েকে বিয়ে করতে চান না। যদিও হনিমুন আর পিকনিকের জন্য দলিতদের বাড়ি যেতে তিনি যথেষ্ট পছন্দ করেন।`

তবে এটুকুতেই মুখে কুলুপ আঁটেননি এই বিতর্কিত যোগগুরু। গান্ধীদের ব্যক্তিগত পরিসরে নাক গলিয়ে তাঁদের প্রতি আরও অসম্মানজনক বিতর্কিত মন্তব্য করে গেছেন তিনি। রামদেবের মতে, সোনিয়া গান্ধী মনে করেন বিদেশী কাউকে বিয়ে করলে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। তাই নাকি কংগ্রেস সুপ্রিমো আগে ছেলেকে প্রধানমন্ত্রীর গদি পাইয়ে দিয়ে তারপর বিয়ে দিতে চান।

First Published: Friday, April 25, 2014, 20:42


comments powered by Disqus