Last Updated: December 11, 2012 14:25

গুজরাতে নির্বাচনী প্রচারের শেষ বেলায় ময়দানে নামলেন রাহুল গান্ধী। আজ জামনগরের একটি জনসভায় মোদীর উন্নয়নের দাবিকে নস্যাৎ করে দিলেন তিনি। জানিয়ে দিলেন গুজরাত মুখ্যমন্ত্রীর `গুজরাত শাইনিং` স্লোগান এবারের নির্বাচনে ধোপে টিকবে না।
ফর্মুলা মেনেই জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তাঁর প্রচারেও সংখ্যালঘু তাস খেলেন। গুজরাতে তাঁরা এখনও তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন রাহুল। নাম না করেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে জানান ``তিনি শুধুমাত্র নিজের একচেটিয়া আধিপত্য কায়েম করতে চান। কিন্তু একজন ব্যক্তি গুজরাতকে চালিয়ে নিয়ে যেতে পারেন না।``
গুজরাতের `আম আদমি`-র উদ্দেশ্যে সোনিয়া পুত্র জানিয়েছেন, `তাঁদের কন্ঠস্বর সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছয় না।` কেন্দ্রের ইউপিএ-২ সরকারকে এ প্রসঙ্গে তুলনায় টেনে আনেন তিনি। ২০১৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘোষিত নেতা জানান তাঁদের সরকার প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কথা তুলে ধরে।
নিজের প্রচারে গুজরাতের তীব্র জল সঙ্কটের প্রসঙ্গও তুলে ধরেছেন রাহুল গান্ধী।
First Published: Tuesday, December 11, 2012, 16:39