Last Updated: December 22, 2013 13:32

মুজাফফরনগরে দাঙ্গা প্রভাবিত শিবিরগুলোতে পরিদর্শনে গেলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। দাঙ্গার পর থেকে ঘর ছাড়া মানুষদের ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছেন রাহুল।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাহুল বলেন, "যারা গ্রামে ফিরতে চান তাঁরা ফিরে যেতে পেরেন। কিন্তু যারা ফের দাঙ্গা ছড়াতে চান, তাঁরা যেতে পারবে না।" গত সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে সাম্প্রদায়িক দাঙ্গায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। গৃহহারা হন ৪০ হাজার।
দুটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পাড়ায়, ভয়ে গ্রাম ছাড়েন বহু মানুষ। গত চার মাস ধরে আশ্রয় শিবিরে ত্রিপলের নিচে রাত কাটছে মানুষগুলোর। এবার ঘরে ফিরতে চান তাঁরা। কিন্তু বাধ সাধছে প্রশাসন। নতুন করে দাঙ্গা ছড়িয়ে পরার ভয়ে তাঁদের ঘরে ফিরতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
First Published: Sunday, December 22, 2013, 13:32