প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে তিনি তৈরি বলে জানালেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে তিনি তৈরি বলে জানালেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে তিনি তৈরি বলে জানালেন রাহুল গান্ধীপ্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি হলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বললেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে তিনি তৈরি। সর্বভারতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাত্‍কারে রাহুল বলেছেন, দল তাঁকে যে দায়িত্বই দিক, তিনি তা পালন করতে রাজি। প্রধানমন্ত্রী মনমোহন সিং ইতিমধ্যে ঘোষণা করেছেন পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে তিনি নেই।

তৃতীয় ইউপিএ সরকার ক্ষমতায় এলেও তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। এবার ইউপিএ-র তরফ থেকে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আগামী শুক্রবার দিল্লিতে বিশেষ বৈঠকে বসবে কংগ্রেস। মনে করা হচ্ছে, সেখানেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ইউপিএ-র তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেন।

First Published: Tuesday, January 14, 2014, 16:16


comments powered by Disqus