Last Updated: March 11, 2014 09:18

লোকসভা নির্বাচন আজ কয়েক দিনের অপেক্ষ। তার আগে মোদী গড়ে `উন্নয়ন`-এর খোঁজে ভোট প্রচারে এলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। আজ গুজরাতে কংগ্রেসের `বিকাশ খোঁজ যাত্রা`-য় অংশগ্রহণ করবেন।
বহুদিন ধরেই গুজরাতে উন্নতি ও উন্নয়নের দাবি করছেন বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদী। বস্তুত এবারের লোকসভা নির্বাচনে তাঁর অন্নতম হাতিয়ের গুজরাতের `উন্নয়ন` মডেল। অন্নদিকে বিরোধীরা এই দাবিকেই ভুয়ো প্রমাণ করার টার্গেট নিয়েছেন।
গুজরাতে খেড়া জেলার বালাসিনোরে এই মিছিলে অংশগ্রহণ করার আগে কচ্ছের রাণে নুন তৈরির শ্রমিকদের সঙ্গে দেখা করবেন।
গত মাসে গুজরাতে ভোট প্রচারে এসে রাহুল দাবি করেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বড়লোকদের সরকার চালান।
First Published: Tuesday, March 11, 2014, 09:18