Last Updated: January 20, 2013 19:34

আনুষ্ঠানিকভাবে দলের দ্বিতীয় নেতা হিসাবে নাম ঘোষিত হওয়ার পর রাহুল গান্ধীর গলায় ধরা পড়ল আক্ষেপ আর আত্মসমালোচনা। চিন্তন শিবিরের শেষদিনে রাহুলের বক্তৃতায় কখনও দলের শৃঙ্খলা ফেরানোর কথা শোনা গেল, কখনও আবার গান্ধীজির কথা।
নেতৃত্ব তৈরিতে কোনওদিনই জোর দেয়নি কংগ্রেস। আর সেই কারণেই আজ জেলা থেকে ব্লক সবক্ষেত্রেই সামনে চলে আসছে নেতৃত্বহীনতা। জয়পুরে চিন্তন শিবিরের শেষদিনে এমনই আক্ষেপের সুর শোনা গেল রাহুল গান্ধীর গলায়। তাঁর মতে, দলে দ্রুত শৃঙ্খলা ফেরানো জরুরি।
সঙ্গে পরিবর্তনের আহ্বান রাহুল গান্ধীর গলায়। প্রশাসনিক থেকে রাজনৈতিক- সবস্তরেই আমূল সংস্কার ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। চিন্তন শিবিরের শেষদিনে এমনটাই বললেন রাহুল গান্ধী।
সংগঠনে গান্ধীজির ডিএন ভরা আছে। হিন্দুস্তানের ডিএনএ। বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে কংগ্রেসকে আলাদা করতে গিয়ে আজ একথা বলেন সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁর দাবি, জাতপাত বা ধর্মের ভিত্তিতে অন্য রাজনৈতিক দল চললেও কংগ্রেস চলে না। কংগ্রেস গোটা দেশকে নিয়ে চলে। কংগ্রেসের ডিএনএ হিন্দুস্তান।
First Published: Sunday, January 20, 2013, 19:34