Last Updated: December 27, 2013 23:29

উন্নয়নমূলক প্রকল্প মুখ থুবড়ে পড়েছে চার রাজ্যের ভোটে। লোকসভা নির্বাচনের আগে মাথা তুলে দাঁড়াতে কংগ্রেসের হাতিয়ার এবার দুর্নীতি দমন। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে লোকায়ুক্ত গঠনের নির্দেশ দিলেন রাহুল গান্ধী। একইসঙ্গে দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দিলেন নিজের পার্টিকেও।
শুক্রবার কংগ্রেস শাসিত এগারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সহসভাপতির নির্দেশ, ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যস্তরে লোকায়ুক্ত গঠন করতে হবে।
দুর্নীতির ইস্যুতেই বিরোধীদের উদ্দেশেও তোপ দেগেছেন কংগ্রেস সহ সভাপতি। তাঁর দাবি, দুর্নীতি দমনে সদিচ্ছার সঙ্গে কাজ করছে একমাত্র কংগ্রেসই।
কিন্তু, মহারাষ্ট্রেই তো আদর্শ কেলেঙ্কারির তদন্তে গঠিত বিচারবিভাগীয় কমিশনের রিপোর্টকে খারিজ করে দিয়েছে কংগ্রেস সরকার? একে কি সদিচ্ছা বলা চলে? অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তেই হল কংগ্রেস সহ সভাপতিকে।
রাহুল গান্ধীর দাবি, একমাত্র আইন করেই দুর্নীতি মোকাবিলা সম্ভব।
First Published: Friday, December 27, 2013, 23:32