rahul rally spg

শহীদ মিনারে রাহুল গান্ধীর সভার আগে নিরাপত্তা দেখতে শহরে এসপিজি

পঁচিশে মার্চ শহিদ মিনারে কর্মিসভা করবেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। কর্মিসভা ঘিরে নিরাপত্তা আটোসাটো করার কাজ শুরু হয়ে গেছে। আজ শহিদ মিনার চত্বর ঘুরে দেখে স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজির একটি দল।

পঁচিশে মার্চ শহিদ মিনারে কর্মিসভা রাহুল গান্ধীর। পার্কসার্কাস ময়দানে চেয়ে না পাওয়ায় শহিদ মিনার সভা করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। শহিদ মিনারে সভার জন্য সেনার অনুমতি মেলার পরই কর্মিসভার তোড়জোড় শুরু হয়ে যায়। রবিবার সভার নিরাপত্তা দিকটি দেখে গেল এসপিজি। শনিবারই কলকাতায় এসেছে স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজির একটি দল। রবিবার বেলা বারোটা নাগাদ শহিদ মিনার চত্বরে পুলিস কুকুর নিয়ে তল্লাসি চালায় তারা। সেসময় প্রদেশ কংগ্রেসের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

পঁচিশে মার্চ রাহুল গান্ধীর কর্মিসভায় দুটি মঞ্চ গড়া হবে। একটি মঞ্চ হবে রাহুল গান্ধীর জন্য। ওই মঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, সোমেন মিত্র, দীপা দাশমুন্সি। অন্য মঞ্চে থাকবেন রাজ্যের বিয়াল্লিশটি আসনের কংগ্রেস প্রার্থীরা। পঁচিশে মার্চ বিকেল চারটে নাগাদ সভা শুরু হবে। হেলিকপ্টারে করে রেসকোর্সে নেমে সড়কপথে শহিদ মিনারে যাবেন রাহুল গান্ধী।


First Published: Sunday, March 23, 2014, 20:28


comments powered by Disqus