নবম দফা ভোটপ্রচারের শেষলগ্নে বারাণসীতে রাহুল গান্ধীর রোড শো

নবম দফা ভোটপ্রচারের শেষলগ্নে বারাণসীতে রাহুল গান্ধীর রোড শো

নবম দফা ভোটপ্রচারের শেষলগ্নে বারাণসীতে রাহুল গান্ধীর রোড শোনবম দফা ভোট প্রচারের শেষদিন বারানসীতে রোড শো করলেন রাহুল গান্ধী। কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের সমর্থনে আজ সকালে নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রে খোলা ট্রাকে চেপে রোড শো করেন কংগ্রেসের সহ সভাপতি। রাহুলের রোড শোয়ে হাজির ছিলেন কয়েক হাজার কংগ্রেস সমর্থক ।

দিনকয়েক আগে বারানসিতে নরেন্দ্র মোদীর রোড শো ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল।নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, মোদীর রালির জন্য অনুমতি না দিলেও, রাহুলের রোড শোয়ের অনুমতি দিয়েছে কমিশন। আজ রাহুল গান্ধীর রোড শো-এ হাজির ছিলেন কিংবদন্তী সানাই বাদক বিসমিল্লা খানের পরিবারের সদস্যরাও। এরআগে বিসমিল্লা খানের পরিবারকে মোদীর সভার হাজির থাকার অনুরোধ জানিয়েছিল বিজেপি। কিন্তু, বিজেপির প্রস্তাবে রাজি না হলেও, আজ রাহুলের রোড শো-এ স্বতঃপ্রণোদিত হয়ে হাজির ছিল বিসমিল্লা খানের পরিবার।

First Published: Saturday, May 10, 2014, 17:05


comments powered by Disqus