মাওবাদী মোকাবিলায় সর্বদলীয বৈঠকের দাবি, Rahul Sinha on Maoist issue

মাওবাদী মোকাবিলায় সর্বদলীয বৈঠকের দাবি

মাওবাদী মোকাবিলায় সর্বদলীয বৈঠকের দাবিমাওবাদী সমস্যা মোকাবিলায় সর্বদলীয বৈঠক ডাকার দাবি তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। মাও মোকাবিলায় মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট নয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এবিষয়ে সিদ্ধান্ত নিক রাজ্য সরকার।

First Published: Friday, November 18, 2011, 21:00


comments powered by Disqus