Last Updated: April 13, 2014 22:21
রায়গঞ্জে ভোট প্রচারের সময়ে কংগ্রেস সমর্থককে ভোজালির কোপ। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেস সমর্থক জগদ্বীশ চৌধুরী। আজ সকালে রায়গঞ্জর পুরসভার আট নম্বর ওয়ার্ডে ফেস্টুন লাগাচ্ছিলেন জগদ্বীশ বাবু।
অভিযোগ সে সময় ভোজালি দিয়ে আঘাত করে একদল দুষ্কৃতী। ঘটনায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
First Published: Sunday, April 13, 2014, 22:21