Last Updated: February 10, 2012 09:30

ফের খবরের শিরোনামে উঠে এল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের হাতে কলেজের অধ্যক্ষের নিগৃহীত হওয়ার পর কলেজেরই এক অধ্যাপককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতির বিরুদ্ধে।
বৃহস্পতিবার রায়গঞ্জ কলেজের অধ্যাপক বাবুলাল বালা অভিযোগ করেছেন তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন কলেজেরই এক অশিক্ষক কর্মী তপন নাগ। জানা গেছে, অভিযুক্ত তপন নাগ রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি। তপনবাবু তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেও, ঘটনার জেরে ফের অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস। অধ্যাপকের অভিযোগ, তাঁর কাছে এক লক্ষ টাকা দাবি করেছিলেন তপনবাবু। টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় সমর্থকদের নিয়ে বাবুলাল বালার বাড়িতে চড়াও হন। তারপরই তাঁকে খুনের হুমকি দেন তপন নাগ। বৃহস্পতিবার এই মর্মে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত অধ্যাপক। সেই সঙ্গে পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করার আবেদনও জানিয়েছেন তিনি।

অন্যদিকে এদিন রাতেই রায়গঞ্জ থানায় গিয়ে অধ্যাপক বাবুবাল বালার বিরুদ্ধে
পাল্টা আবেদন জমা দেন অভিযুক্ত তপন নাগ। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার
জন্য অধ্যাপককে সামাজিকভাবে বয়কট করা হবে বলেও জানান তিনি।
First Published: Friday, February 10, 2012, 10:05