মহিলার দেহ উদ্ধার

মহিলার দেহ উদ্ধার

Tag:  raigunj leady death
মহিলার দেহ উদ্ধারএক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের রানিগঞ্জে। রানিগঞ্জ থানার কোরাপাড়া-চাঁদডাঙা এলাকায় একটি পুকুরের ধারে বছর চল্লিশের এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। মহিলার নাম পরিচয় জানা যায়নি। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে সম্ভবত ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে রানিগঞ্জ থানার পুলিস।   

First Published: Sunday, April 8, 2012, 15:59


comments powered by Disqus