রায়গঞ্জ: সদর হাসপাতালে ভাঙচুর

রায়গঞ্জ: সদর হাসপাতালে ভাঙচুর

Tag:  raigunj hospital
রায়গঞ্জ: সদর হাসপাতালে ভাঙচুরচিকিত্‍সায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর করলেন আত্মীয়রা। রবিবার বিকেলে রায়গঞ্জ যাবার পথে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হন শাহজাহান আলি নামে এক ব্যক্তি। অভিযোগ মুমূর্ষু অবস্থায় শাহজাহানকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলেও চিকিত্সা পাননি তিনি। এরপরই হাসপাতাল ভাঙচুর করেন রোগীর আত্মীয়রা। পরে শাহজাহানকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক।  

রবিবার বিকেলে রায়গঞ্জ যাবার পথে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হন শাহজাহান আলি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ সদর হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গেলে কোনও চিকিত্সক ছিলেন না বলে অভিযোগ। বেশকিছুক্ষণ অপেক্ষা করার পরও চিকিত্সকের দেখা না-পেয়ে হাসপাতাল ভাঙচুর করেন রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।
 
এরপর চিকিতসক এসে শাহজাহানকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু হাসপাতালের এমার্জেন্সিতে কোনও চিকিতসক ছিলেন না কেন? কর্তব্যরত চিকিতসকের দাবি অন্য ওয়ার্ডে রোগী দেখতে যেতে হয়েছিল তাঁকে।

First Published: Sunday, April 15, 2012, 22:00


comments powered by Disqus