Last Updated: March 15, 2012 19:27

মেট্রোয় যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নিরাপত্তা এবং সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। গতবারের বাজেটে প্রস্তাবিত ৩৪টি মেট্রো চলতি মাসেই পেতে চলেছে রাজ্য। সেইসঙ্গেই ২০১২-১৩ সালের বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে আরও ৫০টি নতুন মেট্রোর। বর্তমানে দিনভর মেট্রো চলে ২৩৬টি। সেক্ষেত্রে নতুন ট্রেন পেলে দিনভর মেট্রো চলবে ২৭০টি। আর ২০১৩ সালের শেষে মেট্রোর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২০টি।
কলকাতা মেট্রো সম্প্রসারণের খতিয়ান অনুযায়ী,
জোকা থেকে বিবাদিবাগ পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য ধার্য করা হয়েছে ৭৫০ কোটি টাকা।
দমদম থেকে বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য ধার্য করা হয়েছে ১০৫০ কোটি টাকা।
দমদম এয়ারপোর্ট থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য ধার্য করা হয়েছে ১০৫০ কোটি টাকা।
ব্যারাকপুর থেকে দক্ষিণেস্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য ধার্য করা হয়েছে ৬০২ দশমিক নয় চার কোটি টাকা।
বর্তমানে মেট্রোর নিরাপত্তার দায়িত্বে আছে রাজ্যপুলিস। সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্ব পুরোপুরিভাবে রেলপুলিসের হাতে তুলে দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। নিরাপত্তাকে জোরদার করতে ইন্টিগ্রিটি সিকিউরিটি সিস্টেম চালু করার কথাও বলা হয়েছে রেল বাজেটে।
First Published: Thursday, March 15, 2012, 19:30