Last Updated: June 21, 2014 21:11
মনমোহন সিং যে কাজ করে যেতে পারেননি, তা দ্রুত শেষ করতে নেমেছেন নরেন্দ্র মোদী। রেলের ভাড়াবৃদ্ধির প্রতিবাদ করে আজ এই মন্তব্য করলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। রেলের ভাড়াবৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ করেন বাম নেতারা।
শুক্রবার রেলের ভাড়া বাড়িয়েছে রেলমন্ত্রক। পঁচিশে জুন থেকে কার্যকর হবে বর্ধিত ভাড়া। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শনিবার পথে নামল বামেরা। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ করেন বাম নেতারা। রেলের ভাড়া নিয়ে ইউপিএ সরকারের মতো মোদী সরকারও একই পথে হাঁটছে, প্রতিক্রিয়া বাম নেতাদের। হাওড়ার প্রতিবাদ সভায় সূর্যকান্ত মিশ্র বলেন, মনমোহন সিংয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে চাইছেন মোদী।
শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকাতেও প্রতিবাদ সভা করে বামেরা। রবীন দেব, মদন ঘোষরা বক্তব্য রাখেন। মান্থলি টিকিটের ভাড়া একলাফে যেভাবে বেড়েছে তা সাধারণ মানুষের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন সূর্যকান্ত মিশ্র।
First Published: Saturday, June 21, 2014, 21:11