সাত তারিখ থেকে বাড়ছে দূরপাল্লার ট্রেনের প্রথম শ্রেণী, রাজধানী ও শতাব্দীর ভাড়া

সাত তারিখ থেকে বাড়ছে দূরপাল্লার ট্রেনের প্রথম শ্রেণী, রাজধানী ও শতাব্দীর ভাড়া

সাত তারিখ থেকে বাড়ছে দূরপাল্লার ট্রেনের প্রথম শ্রেণী, রাজধানী ও শতাব্দীর ভাড়াসাত তারিখ থেকে বাড়ছে রেলের যাত্রীভাড়া। তবে দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস, লোকাল ট্রেন ও মাসিক টিকিটে ভাড়া বাড়ছে না। দূরপাল্লার ট্রেনের প্রথম শ্রেণী, শতাব্দী ও রাজধানীর ভাড়া ২%  বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। 

জ্বালানির দামবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে। আগামী সাত তারিখ বৈঠকে বসবে রেলের রিভিউ কমিটি। তারপরেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা। এখন জ্বালানির দাম বাড়লে সেই খরচ টিকিটের দামের সঙ্গে ধরা হয় না। কিন্তু রেল নতুন সিদ্ধান্ত নেওয়ায় এবার থেকে বাড়তি বোঝা যাত্রীদেরই বহন করতে হবে।

First Published: Friday, October 4, 2013, 21:09


comments powered by Disqus