Last Updated: March 23, 2013 20:01

চলতি বছরের অক্টোবর মাসে ফের বাড়তে পারে রেলের ভাড়া। ভাড়াবৃদ্ধি হতে পারে দুই থেকে তিন শতাংশ পর্যন্ত। আজ এমনই ইঙ্গিত দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল।
আগের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের শুরুতেই রেলে পণ্যমাসুল বাড়ছে পাঁচ দশমিক সাত শতাংশ। এই সিদ্ধান্ত নিয়েছে রেল ট্যারিফ অথরিটি। রেলে যাত্রী এবং পণ্যমাসুল কিভাবে বাড়ানো যায়, তা দেখাশোনার জন্যই গড়া হয়েছে নতুন এই সংস্থা। জ্বালানি বাবদ ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখেই এখন থেকে যাত্রীভাড়া এবং পণ্যমাসুল বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব পেশ করবে রেল ট্যারিফ অথরিটি। অক্টোবর মাসেই পণ্যমাসুলের মত যাত্রীভাড়ার সঙ্গে জ্বালানি বাবদ খরচ যুক্ত করা হবে কিনা, সেবিষয়ে স্পষ্ট উত্তর এড়িয়ে গিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান। তবে একইসঙ্গে তাঁর ইঙ্গিত, ওই সময়েই জ্বালানি বাবদ খরচের হিসাব পুনর্বিবেচনা করে যাত্রীভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
First Published: Saturday, March 23, 2013, 20:01